*** সৎকাজ**
- md imran khan
- Aug 11, 2020
- 1 min read
কল্যাণধর্মী সকল কিছুকে শুভেচ্ছা- স্বাগতম, অভিনন্দন,মোবারকবাদ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
হায়! অতি দ্রুত হায়াত শেষ হয়ে যাচ্ছে। আমরা লাভবান হবার জন্য, কল্যাণকর পেরেশানিতে কতটা রত আছি?
আসুন ভাবি কাজ করি, সৌভাগ্যবান হয়ে যাই।
সবচেয়ে দামী হায়াতকে গতানুগতিকতার নিকৃষ্ট স্রোতে নষ্ট করা, ভয়ানক বোকামী, আত্নঘাতি ।
আর সবচেয়ে দামী - কল্যাণকর কাজে লাগানো বুদ্ধিমান - সৌভাগ্য বান গণের কাজ।
অনেক অনেক আনন্দের বিষয় যে, ফেসবুক খুললেই এখন দেখতে পাওয়া যায় ----চক্ষু শীতলকারী , চমত্কার, তথ্যবহুল, সমৃদ্ধ, গঠনমূলক, আকর্ষণীয়, কল্যাণকর, শিক্ষণীয়, আলোচনা,প্রশ্ন-উওর, গান,গজল, কবিতা, ছড়া, ছবি, গ্রাফ, প্রয়োজনীয় তথ্য - উপাত্ত, খবরাখবর, সতর্ক বাণী, নির্দোষ ও শালীন চুটকি, ধাঁধা সহ মহা -পবিত্র কুরআন - হাদিসের আলোকময় হেদায়েতের বাণী।
যেসব মহান ব্যক্তিগণ এগুলো সুন্দরভাবে উপস্থাপন করে,মূল্যবান মতামত, মন্তব্য, পরামর্শ, উত্সাহ দিয়ে ফেসবুকের এই page গোলোকে বিনোদনময়- পবিত্র - শিক্ষা - প্রতিষ্ঠাণে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখছেন তাদেরকে আবারও
জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, মোবারক বাদ ও দোওয়া -যাযাকুমুল্লাহু খাইরান ফিদ্দারাইন ।
স্রষ্টার সন্তুষ্টি এবং সৃষ্টির উপকার ও কল্যাণে আমরা পরস্পরকে সহযোগিতা করব, আর বিপরীত - অকল্যাণকর কাজে সহযোগিতা থেকে বিরত থাকব, এটি হলো ভারসাম্যপূর্ণ মধ্যপন্হা, যা আমরা অনুসরণ করতে পারি অনায়াসে।
"ওগো দয়াময় আল্লাহ পাক, আমাদের যাবতীয় কাজ-চিন্তাভাবনা, ঝিকির- আজকার, তাওবা - ইস্তিগফার ও হৃদয় নিংড়ানো - পেরেশানি পূর্ণ দোয়া - আর্তনাদ কবুল করে, আমাদের সবাইকে ভালো রাখুন,হেফাজতে রাখুন এবং হেদায়েত পূর্ণ জীবন বাড়িয়ে বেশী বেশী নেক কাজের তাওফীক দিন। "
আল্লাহুম্মা আমীন।
Like & Comment :
দয়াকরে আসুন নিজে নেক ও কল্যাণকর আমল করে উপকৃত হই এবং সাদকায়ে জারীয়ার সওয়াবের নিয়তে বেশী বেশী শেয়ার করে ছড়িয়ে দিই।
নেক ও কল্যাণকর কাজে সকৃয় সকলকে অশেষ ধন্যবাদ,অভিনন্দন,
যাযাকুমুল্লাহ খায়ের।
আল্লাহুম্মা আমীন।
Comments