***স্বামী স্ত্রী*""
- md imran khan
- Sep 26, 2020
- 1 min read
🌹স্বামী-স্ত্রীর মধুময় একটি লগনঃ🌹
💜স্ত্রী রান্না করছে।এমন সময় হঠাৎ স্বামীর ডাক পড়লো,
💘স্বামী : ওগো! একটু এদিকে এসো তো!
,
💜স্ত্রী : কি হয়েছে,?বলুন। আমি এখন রান্না করছি।
💘স্বামী : আরে একটু আসোই না। কাজ পরে করো।
💜স্ত্রী : উফ্, আর পারি না। কি যে করি!!
💘স্বামী : ( মুচকি হাসি দিয়ে ) আসো তো। তোমার জন্য একটা হাদিয়া রেখেছি,নিয়ে যাও।
💜স্ত্রী : (খানিকটা বিরক্তি নিয়ে) ভাব দেখো আরেকজনের। এমন সময় আবার হাদিয়া!!
💘স্বামী :এসেই দেখো। পেলে অনেক খুশি হবে তুমি।
💜স্ত্রী : ঠিক আছে। হাতের কাজটা সেরে আসছি।
কিছুক্ষনের মধ্যে স্বামীর নিকট হাজির হলো স্ত্রী।
💘স্ত্রী : জাহাপনা! কি হয়েছে?এতো ডাকাডাকি কেনো হুম?
💜স্বামী ডান হাতে দরজাটা লাগিয়ে বাম হাতে স্ত্রীকে
জড়িয়ে বুকের কাছে টেনে এনে কপালে একটা মিষ্টি চুম্বন এঁকে দিলো।
💘স্ত্রী তো লাজুক লতা হয়ে চোখ নিচের দিকে নামিয়ে নিলো। স্বামী ডান হাত দিয়ে স্ত্রীর চেহারাটা উপরে উঠিয়ে বললো,
,
💜স্বামী : সোনামনি!আমি এখন নামাযে যাচ্ছি। রাসূল (সঃ) কখনো কখনো নামাযে যাবার আগে হযরত আয়েশা (রাঃ) কে চুম্বন করতেন। তাই আমিও রাসূলের এই সুন্নতটি আমল করলাম।।যাও, সোনামনি! এবার বাকি কাজ করো গিয়ে।আমি নামায পড়ে এসে খেয়ে কাজে যাবো ইনশাআল্লাহ।
আল্লাহ্ হাফেজ, সোনা!!
💘স্ত্রী আবেগাপ্লুত হয়ে তাকিয়ে রইলো স্বামীর বিদায়পানে। চোখের কোণে ভালোবাসার অশ্রু। চোখ মুছতে মুছতে অজান্তে বলতে থাকলো,
💜স্ত্রী : হে আমার প্রভু! যেই মানুষটি আমাকে এতটা ভালোবাসে, তাকে তুমি ভালো রেখো। কখনো কষ্টে ফেলো না। আমাকে তার যথাযথ মূল্যায়ন করার তাওফিক্ব দান করো,
.. আমিন❤
Comments