top of page

***মানুষ ও পশু**

  • Writer: md imran khan
    md imran khan
  • Aug 16, 2020
  • 2 min read

***মানুষ ও পশুর মধ্যে পার্থক্য***

বিসমিল্লাহির রাহমানির রাহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আরম্ভ করেছি । তাওফিকি ইল্লা বিল্লাহ, আজকের বিষয় মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কি ?

উত্তর: মানুষকে মহান আল্লাহতালা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসেবে উল্লেখ করেছেন, সকল জীবের সেরা জীব মানুষ । যার হুঁশ আছে সেই মানুষ যার হুশ নেই সে মানুষ নয় । মানুষকে সর্বোচ্চ জ্ঞান দান করা হয়েছে । এ ব্যাপারে আল্লাহ কুরআনে বলেন । অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন।(সুরা শামস ৯১ আয়াত ৯)মানুষ ভালো-মন্দ লজ্জা-শরম উপলব্ধি করতে পারে যা কিন্তু পশুরা পারেনা, পশুদের কোন লজ্জা শরম নেই । এক নাম্বার পার্থক্য মানুষ এবং পশুর মধ্যে, আল্লাহপাক সুরা বাকারার মধ্যে বলেন , হে বানী ইসরাঈল! আমার সেই অনুগ্রহকে স্মরণ কর যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছিলাম এবং পৃথিবীতে সকলের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।(সূরা এ বাকারা ২ আয়াতনং ৪৭) আল্লাহ পাকের এই নিয়ামত কোন পশুর জন্য নয় । দুনিয়ার সকল প্রকার নেয়ামত একমাত্র মানুষেই আরাম-আয়েশ ভোগ করে থাকে । যাহা পশুরা করতে পারেনা, আর এই মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা পশুর চেয়েও অধম, এদের কে পশু বলতেও লজ্জা হয় । শশুর ঘরে কখনো মানুষ জন্ম হয় না, কিন্তু মানুষের ঘরে হাজার হাজার পশুর জন্ম হয় । যে কাজগুলি পশুরা করেনা তা মানুষ করে থাকে । এজন্যই ডক্টর আবুল কালাম আজাদ বলেছিলেন মুরগির ডিম ফুটে মুরগির বাচ্চা হয় গরুর ঘরে গরুর বাচ্চা হয় মানুষের ঘরে জন্ম হলে মানুষ হয় না তাকে মানুষ বানাতে হয় । আমরা সকলেই মানুষের পরিচয় দেই মানুষের বাচ্চা কিন্তু আসলে আমরা কি মানুষ ? সংক্ষেপে বিষয়টি বুঝাতে চেয়েছি মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি ।দয়া করে আমার লেখাতে কোথাও ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিলাম, সরি । লেখকঃ মোঃ ইমরান খান ।১৫/০৮/২০২০ইং


 
 
 

Recent Posts

See All
হজরত লুত আ: জাতির ধ্বংস

হজরত লুত আঃ জাতির ধবংস হয় যে ভাবে। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইবরাহীমের বাড়ীতে পদার্পণ করলেন। তিনি...

 
 
 
*** আদ জাতির ধ্বংস***

কওমে ‘আদ-এর উপরে আপতিত গযব-এর বিবরণ : মুহাম্মাদ ইবনু ইসহাক বলেন, কওমে ‘আদ-এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গযব হিসাবে উপর্যুপরি তিন...

 
 
 
***দোয়ার আমল***

বর্তমান মহা সংকট পূর্ণ সময়ে, খুব গুরুত্বপূর্ণ ও জরুরী ৮টি দোয়া, অর্থ সহ উল্লেখ করা হয়েছে, দয়াকরে আসুন মনোযোগ দিয়ে পড়ি, আমল করে সৌভাগ্যবান...

 
 
 

Comments


01128865776

©2020 by Md.imran khan. Proudly created with Wix.com

bottom of page