***মৃত্যুর জন্য তৈরি**
- md imran khan
- Jun 21, 2020
- 1 min read
✍️হঠাৎ মৃত্যু কি খারাপ?
.
আয়েশা (রা.) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকস্মিক মৃত্যু সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, ‘‘তা মুমিনের জন্য স্বস্তি আর পাপাচারীর জন্য আফসোসের ছোবল।’’ [মুসনাদে আহমাদ: ২৫০৪২]
.
কারণ মুমিন সর্বদা ঈমানি তাকওয়া পূরণ করে, আমলের মধ্যেই সর্বদা লেগে থাকে। ফলে সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। পক্ষান্তরে পাপাচারী ব্যক্তি মিথ্যা আশায় থাকে যে, ‘উপযুক্ত সময় আসলে তাওবাহ্ করবে, তারপর আমলে লেগে যাবে ভালো হয়ে যাবে । কিন্তু আকস্মিক মৃত্যু এসে তার এই মিথ্যা আশা পণ্ড করে দেয়।
.
এই জন্যই সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ।💔
Comments