*** প্রেসিডেন্ট এরদোগান***
- md imran khan
- Sep 24, 2020
- 1 min read
এরদোগান বলেছিলেন,
আমি তুরস্ককে কোথা হতে কোথায় নিয়ে এসেছি। যে দেশে আমি প্রধানমন্ত্রী হওয়া সত্বেও আমার মেয়ের মাথায় হিজাব থাকার কারনে আমার সাথে একটা অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি সেদেশে আমি আমার লক্ষ লক্ষ মেয়ের মাথায় হিজাব পরিয়েছি। আপনারা যারা আমার সমালোচনা করেন তাদের বলতে চাই আপনার দেহ থেকে জান্নাতের সুঘ্রাণ আসে কিন্তু আমার দেহ থেকে এখন ও সেকুলারের দুর্গন্ধ বের হয়। আপনি মজবুত ঈমানের অধিকারী আমি হয়তে ততটা ঈমানের ধারেকাছেও নেই। অথচ আমাকে আপনারা ইসরাইলের বিরুদ্ধে উসকানি দেন যেন আমি তাদেরকে ধ্বংস করি। আমি আপনার মত চুপ করে বসে নেই। আপনি আপনার ঈমানের জোরে দোয়া করে কোটি কোটি ফেরেশতা নামিয়ে এনে মুহুর্তে ইসরায়েলকে ধ্বংস করতে পারেন। তবে সেটা করেননা কেন? আমিত আপনার মত বসে নেই। আমার চাচা আমাকে বলেছিল মাদ্রাসায় পড়ে আমার মরা মানুষের গোসল করে সংসার চালাতে হবে৷ অথচ আপনার চাচা হয়তে আপনাকে মাদ্রাসায় পড়ার জন্য পুরস্কৃত করেছিল। আমি বলতে চাই চাচা আপনি দেখে যান মাদ্রাসায় পড়ে আমি কি করে সাংসার চালাচ্ছি। পৃথিবীর সব কাফেরদেরকে হত্যা করতে বলেন আমাকে। অথচ আমি অতটা বোকা নই। যে দেশে আযান চালুর দায়ে প্রধানমন্ত্রী কে ফাঁসিতে ঝেলানে হয়েছিল সে দেশে আপনি জন্ম নেননি আমি নিয়েছি। যে দেশে মসজীদ নিয়ে কবিতা আবৃত্তি করার জন্য মেয়রকে জেলে দেয়া হয় সে দেশে আপনি জন্ম নেননি আমি নিয়েছি। আজকের তুরস্ক আর আগের তুরস্ক আপনি দেখে যান। আমি আপনাকে তুরস্ক ভ্রমনের আমন্ত্রণ জানাই। কি করতে হবে তা আমি ভালভাবেই জানি। আপনার মত লোকের সমালোচনা আমি ডাস্টবিনে ছুড়ে মারি। কোন মূল্য নেই আমার কাছে। আমি যেটা করছি সেটা করে যাব ইনশাআল্লাহ।
অতএব কখনো কাউকে ছোটো করে দেখা যাবে না কে কোথায় থাকে জীবনে তা শুধু আল্লাহ তায়ালা বলতে পারেন ভালো....
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দ্বীনের ওপর চলার তৌফিক দান করুন।......... আমিন।
Comments