top of page

**নবিজি গায়েব জানেন** >

  • Writer: md imran khan
    md imran khan
  • May 31, 2020
  • 2 min read

আচ্ছালামোআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি, ওয়াবারাকাতুহ, ওয়া মাগপেরাত, ওমা তাউপিকই ইল্লাহ্ বিল্লাহ, কোরানের কথা বলার জন্য আল্লাহ জেনো সকলকে তাউপিক দান করেন, আমিন।

কিছু আলেম ওলামা ভাই আছেন, যারা বলেন নবিজি গায়েব জানেন নবিজি হাউজে কাউছারের মালিক, তাঁহাদের জন্য পবিত্র কোরানের থেকে কিছু আয়াত এখানে সংখেপে তোলে ধড়া হলো আসা করি কোরান পড়ে বুঝে সেই অনুপাতে কথা বলবো দলিল দিবো। সকল দলিল সকল কথা হবে কোরানের কথা, মানুষের কথা নয়, (ঝালিকাল কিতাবু, সুরায়ে বাকারা) যার কোন সন্দেহ নেই। এবার আশি কোরানে

ভাই জানেরা, ভিবিন্ন হাদিশের দলিল দিয়ে বলেন নবিজি গায়েব জানেন এমন কি পৃথিবীর সব যানেন, তার পর হাউজে কাউছারের মালিক নবিজী , আমি আপোনাদের কে পবিএ কোরান থেকে কিছু প্রামান দেখালাম আপোনাদের হাদিশের সাতে মিলিয়ে দেখেন, কোরানেতো কোন সন্দেহ নেই, গায়েবের খবর এক মাএ আল্লাহ যানেন ( সুঃ হাশর আঃনং ২২) ( সুরা আস সিজদাহ্ আঃনং-৬)( গায়েবের চাবি তাঁর কাছে তিনি ছারা কেহ যানেন না ( সুরায়ে আনআম ৬/ আঃ নং ৫৯) ( এক মাএ তিনি গায়েবের মালিক ( সুঃ জিন ৭২/ আঃ নং ২৬) ( লেকে তোমাকে কিয়ামতের কথা জিঘাংসা করিবে, সে ঞান কি তোমার আছে? ( সুঃ নযি য়াত৭৯/ আঃ নং ৪২/৪৩) লোকেরা জিঘাংসা করবে কেয়ামত কখন হবে , বল সে ঞানত আল্লাহর কাছে ( সুরায়ে মুলক ৬৭/ আঃ নং ৩৫/২৬) আল্লাহ সব কিছুর অভিভাবক ( সুঃ যুমার ৩৯/ আঃনং ৬২) আমি তোমাদের মত মানুষ আমার কাছ অহি আসে তোমাদের কাছে আসেনা, ( সুঃ কাহ্ফ ১৮/ আঃ নং ১১০) ( দুর্ভোগ মিত্যাছারদের জন্য, ( সুঃ মুর সালাত ৭৭/ আঃনং ১৫/ এই কথাটি দশ বার বলা হয়েছে এই সুরাতে) কোন কিছুই মিত্যাছার করা যাবেনা, সাবধান। কাফির ছাড়া কেহ আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করেন না, ( সুরা গাফির ৪০/ আঃ নং ৪) আসা করি কেহ আয়াত নিয়ে ঝগরা করবেন না। এই কথা গুলি কোন কবির কলাম নয় আল কোরান, দয়া করে কেহ মনে কষ্টি নিবেন না, আপোনাদের কথা গুলি কোরানের সাতে মিলিয়ে দেখেন, ধন্যবাদ। মোঃ ইমরান খাঁন **


 
 
 

Recent Posts

See All
হজরত লুত আ: জাতির ধ্বংস

হজরত লুত আঃ জাতির ধবংস হয় যে ভাবে। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইবরাহীমের বাড়ীতে পদার্পণ করলেন। তিনি...

 
 
 
*** আদ জাতির ধ্বংস***

কওমে ‘আদ-এর উপরে আপতিত গযব-এর বিবরণ : মুহাম্মাদ ইবনু ইসহাক বলেন, কওমে ‘আদ-এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গযব হিসাবে উপর্যুপরি তিন...

 
 
 
***দোয়ার আমল***

বর্তমান মহা সংকট পূর্ণ সময়ে, খুব গুরুত্বপূর্ণ ও জরুরী ৮টি দোয়া, অর্থ সহ উল্লেখ করা হয়েছে, দয়াকরে আসুন মনোযোগ দিয়ে পড়ি, আমল করে সৌভাগ্যবান...

 
 
 

תגובות


01128865776

©2020 by Md.imran khan. Proudly created with Wix.com

bottom of page