*** ইসলামের ইতিহাস***
- md imran khan
- Sep 24, 2020
- 1 min read
সুলতান সালাহউদ্দিন আইয়ুবী বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার করার পর,
যখন বন্দী খ্রিষ্টান গোয়েন্দা প্রধান হারমানকে সামনে হাজির করা হলে,
তখন সে আইয়ুবীকে বলেছিলো, মনে রাখবেন আইয়ুবী, যে লড়াই আমরা আপনাদের বিরুদ্ধে শুরু করেছি তা প্রজন্মের পর প্রজন্ম আমরা চালিয়ে যাবো। আজ হয়তো আমরা আপনার কাছে হেরে গিয়েছি,
কিন্তুু ভবিষ্যতে ঠিকই জিতবো। কারণ, আমাদের পরবর্তী প্রজন্মের ভিতর লড়াই চালিয়ে যাওয়ার মতো লোকের অভাব হবেনা।
কিন্তুু এর বিপরীতে মুসলমানদের ভিতর আরেকজন সালাহউদ্দিন আইয়ুবী আসবেনা।
তারা তাদের ইতিহাস ঠিকই মনে রেখেছে কিন্তুু আমাদের ইতিহাস আমরা নিজেরাই বিকৃত করেছি। আমরা সালাহউদ্দীন আইয়ুবীকেই মনে রাখিনি। সুলতান মাহমুদ গজনবীকে আমাদের পাঠ্যপুস্তকে রাখা হয়েছে একজন লুটেরা হিসেবে।
আমাদেরকে বীর হিসেবে চিনানো হয় নেপোলিয়নকে, যে কিনা আমাদের বিরুদ্ধেই যুদ্ধ করেছে অথচ কন্সটান্টানিপোল বিজয়ী মুহাম্মদ ফতেহকেই আমরা চিনিনা।
আরো ভয়ানক কথা হচ্ছে পারস্যের সেনাপতি রুস্তমকে ((এই রুস্তমের নামে নৌবাহিনীতে একটি জাহাজও আছে)) আমাদের কাছে মহাবীর হিসেবে চেনানো হয়েছে। অথচ সে ভয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধেই আসতে চায়নি। রুস্তমকে যিনি পরাজিত করেছেন সেই সা'দ বিন আবী ওয়াক্কাস (রাঃ) কে আমরা চিনিনা।
কালের বিবর্তনে আরবের মায়েরা আজ খালিদ বিন ওয়ালিদ, তারিক, মুহাম্মদ বিন কাশিমের মত বীরদের জন্ম দেয়া ভুলে গেছে।
যে জাতির মায়েরা আপন বাচ্চাকে বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়,
সে মায়েরা, সিংহের সাথে মোকাবেলা করার স্বপ্ন দেখাবে কি করে..?
নীড়ের আশেপাশে উড়ে বেড়ায় যেসব পাখি,
কি করে তাদের পরিচিত হবে আকাশচারী উড়ে বেড়ানো ঈগলের সাথে!!!!
#সংগৃহীত মোঃ ইমরান খান
Comentarios