top of page
Search
  • Writer's picturemd imran khan

** আল্লাহ বড় ইণ্জিনিয়ার**

বাবুই পাখির বাসা ।গ্রামের মনোরম দৃশ্য । মানুষের কত বুদ্ধি কত জ্ঞান । কত গৌরব কত অহংকার । কিসের অহংকার আমাদের কেউ ইঞ্জিনিয়ার হয়ে বিল্ডিং তৈরি করো । বাবুই পাখি শিল্পী হয়ে বাসা তৈরি করে । মনে পড়ে 1992 সালের ঘটনা জীবনের প্রথম জামাতে তাবলিগে গিয়েছিলাম । সেইদিন সন্ধ্যায় জামাতের আমির বয়ান করতেছিলেন । তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার । আল্লাহ্ শুধু মানুষ কে জ্ঞান দেন নাই ।আল্লাহর সৃষ্ট জীবকেও জ্ঞান দিয়েছেন । তিনি গিয়েছিলেন আফ্রিকা দাওয়াতের কাজে । ঘটনাটি বললেন আফ্রিকার ঐ অঞ্চলে প্র্চুর বানর ছিল । বাসা বাড়িতে খাদ্য খানা বানর চুরি করে খেত । তো একদিন অতিষ্ঠ হয়ে এক লোক কিছু রুটিতে বিষ মিশিয়ে রুটিগুলো বাসা থেকে একটু দুরে গাছের সাথে রেখে আসলো কিন্তু একটা বড় বানর এসে প্রথমে রুটি গুলো শুকলো তারপর সেখান থেকে দুরে গিয়ে বানর গুলো জোট বেধে কি যেন মিটিং করে চলে গেলো ।একটা রুটি তারা খায় নাই । বড় বানর টি হয়তো ভেবে দেখেছে কোনদিন এমনভাবে রুটি দেয় না আমরা চুরি করে খাই ।কিন্তু আজ দিল কেন?

আল্লাহ আকবার ।

তাই মানুষ আমরা কত বুদ্ধিমান বানরতো বুদ্ধিমান । তাই আমাদের অহংকারের কিছু নাই ।


3 views0 comments

Recent Posts

See All

হজরত লুত আ: জাতির ধ্বংস

হজরত লুত আঃ জাতির ধবংস হয় যে ভাবে। আল্লাহর হুকুমে কয়েকজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে প্রথমে হযরত ইবরাহীমের বাড়ীতে পদার্পণ করলেন। তিনি তাদেরকে মেহমানদারীর জন্য একটা আস্ত বাছুর গরু যবেহ করে ভুনা করে তা

*** আদ জাতির ধ্বংস***

কওমে ‘আদ-এর উপরে আপতিত গযব-এর বিবরণ : মুহাম্মাদ ইবনু ইসহাক বলেন, কওমে ‘আদ-এর অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গযব হিসাবে উপর্যুপরি তিন বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুষ্ক বালুকাময় মরুভ

***দোয়ার আমল***

বর্তমান মহা সংকট পূর্ণ সময়ে, খুব গুরুত্বপূর্ণ ও জরুরী ৮টি দোয়া, অর্থ সহ উল্লেখ করা হয়েছে, দয়াকরে আসুন মনোযোগ দিয়ে পড়ি, আমল করে সৌভাগ্যবান হই,বিপদ মসিবত,আজাব গজব থেকে বাঁচার আকুতি জানাই ---- ১)আল্লাহুম

bottom of page