** নামাজের ইমামতি **
- md imran khan
- Jun 23, 2020
- 1 min read
★(মুসলিম শরীফঃ৩ খন্ড;কিতাবুস সালাত অধ্যায়; হাদিস নংঃ ৯৩২;পোষ্ট নং-২২১;বিষয়ঃ-সালাত)★ ********************************************** ★★ মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) উসমান ইবনু আবূল-আস আস-সাকাফী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি তোমার কাওমের ইমামত করবে। তিনি বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি এই ব্যাপারে ভয় পাই। তিনি বললেন, আমার কাছে আস এবং আমাকে তার সামনে বসালেন। অতঃপর তার হাত আমার বুকের মাঝে রাখলেন। এরপর বললেন, ফিরে বস এবং আমার পিঠের ওপর দুই কাঁধের মাঝে তার হাত রাখলেন। অতঃপর বললেন, নিজ কাওমের ইমামত কর। আর যে কেউ তার কাওমের ইমামত করবে, সে যেন তার সালাত (নামাজ) সংক্ষিপ্ত করে। কেননা, তাদের মধ্যে বৃদ্ধ, রুগ্ন, দুর্বল এবং এমন লোকও রয়েছে যার কোন প্রয়োজন আছে। অবশ্য যখন একাকী সালাত (নামাজ) আদায় করবে তখন সে যেরুপ ইচ্ছা করতে পারে।

Comments